সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

অভিজ্ঞ ও নতুনদের নিয়ে হচ্ছে বিএনপির কমিটি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

অভিজ্ঞ ও নতুনদের নিয়ে হচ্ছে বিএনপির কমিটি

চমক আসছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিতে। অভিজ্ঞ ও নতুন নেতৃত্বের সমন্বয়ে দেওয়া হচ্ছে কমিটি। যাতে স্থান দেওয়া হচ্ছে দলের জন্য ত্যাগীদের। সবচেয়ে চমক আসছে উত্তরের কমিটিতে। সেখানে সভাপতি হতে পারেন বর্তমানে কারান্তরীণ দলের যুগ্ম-মহাসচিব ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। তিনি সভাপতি হিসেবে থাকতে আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যে দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। দলের একাধিক সূত্র জানায়, অন্তর্কোন্দলে জর্জরিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ শীর্ষ কয়েকজন নেতাকে। তারা এরই মধ্যে কমিটি গঠন করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন। কমিটি গঠনের অংশ হিসেবে আগামী ২ মে ও ৩ মে উত্তর-দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। প্রতিনিধি সভার সাত দিনের মধ্যে তারা দলীয় হাই কমান্ডকে প্রতিবেদন জমা দেবেন। এর পরই চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা কমিটি গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কয়েকদিন আগে চিঠি দিয়েছেন বর্তমানে কারান্তরীণ দলের যুগ্ম-মহাসচিব ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। চিঠিতে উত্তর জেলা সভাপতির দায়িত্ব তাকে দিতে অনুরোধ করেন। বিএনপি ‘এক নেতা এক পদ’ নীতি অনুসরণ করলেও ওই চিঠিতে আসলাম চৌধুরী যুগ্ম-মহাসচিবের পাশাপাশি জেলার দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি পদের দৌঁড়ে রয়েছেন আসলাম চৌধুরী, ডা. খোরশেদ জামিল, চাকসু ভিপি নাজিম উদ্দিন ও এম এ হালিম। আর সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার মীর হেলাল, নুর মোহাম্মদ, নুরুল আমিন ও ইঞ্জিনিয়ার বেলায়েতের নাম আলোচনায় রয়েছে। এদিকে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সভাপতি জাফরুল ইসলাম ও সাবেক সভাপতি আহমদ খলিল খান। সাধারণ সম্পাদক হতে পারেন এনামুল হক অথবা সাবেক ছাত্রনেতা ইফতেখার মহসিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর