সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

শেষ হলো হজযাত্রী নিবন্ধন

নিবন্ধিত ১ লাখ ১৭ হাজার ৪১৪ জন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম গতকাল শেষ হয়েছে। প্রাক নিবন্ধন ও নানা জটিলতায় একাধিকবার তারিখ পরিবর্তনের ফলে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। কিন্তু শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে। এ বিষয়ে ধর্ম সচিব মো. আবদুল জলিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৩ হাজার ৭৪২ জন ও সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৭২ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ ছাড়া হজ গাইড ও মোয়াল্লেম ব্যবস্থাপনায় ২১৩ জনের নিবন্ধন আগামীকাল (মঙ্গলবার) শেষ হচ্ছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, চলতি বছরের হজ নিবন্ধনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫ হাজার ৬১৫ জন ও বরিশাল বিভাগ থেকে সর্বনিম্ন ৪ হাজার ৭৯৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম ২৬ হাজার ২৬১, রাজশাহী ১৮ হাজার ১৭৪, খুলনা ৮ হাজার ৩৫৩, রংপুর ৭ হাজার ৪২৯ ও ময়মনসিংহ ৬ হাজার ৭৮৮ জন নিবন্ধন করেছেন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলা থেকে সর্বোচ্চ ২৫ হাজার ৬১৪ জন নিবন্ধন করেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১০ হাজার ১০৩ জন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ৩ হাজার ৪৫৭ জন, রাজশাহী বিভাগের বগুড়া জেলার ৩ হাজার ৪০১ জন, খুলনা বিভাগের খুলনা জেলার ২ হাজার ৩৬ জন, রংপুর বিভাগের দিনাজপুর জেলার ১ হাজার ৮৯৪ জন ও বরিশাল বিভাগের বরিশাল জেলার ১ হাজার ৬১৪ জন নিবন্ধন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর