সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

নারী শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দাবি

নিজস্ব প্রতিবেদক

পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকসহ সব প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্মরত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক ক্ষমতায়নের লক্ষ্যে নারীবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে নারী-পুরুষ শ্রমিকের সমমজুরি, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রম আইনের যথাযথ বাস্তবায়নসহ ৩১ দফা দাবি তুলে ধরা হয়। স্মারকলিপিটি শিল্প মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএকেও দেওয়া হয়েছে।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, নারী শ্রমিকরা শ্রমবিভাজনসহ মজুরি বৈষম্যের শিকার।

সর্বশেষ খবর