সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মান্নার

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দুর্নীতিই সুনামগঞ্জ হাওরবাসীর দুর্দশার জন্য দায়ী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন—আপনি বলেছেন, আপনি যদি ক্ষমতায় না-ও থাকেন, বঙ্গবন্ধু কন্যা হিসেবে আপনি তাদের পাশে থাকবেন। কিন্তু মানুষ হিসেবে পাশে থাকবেন—সেটা তো বললেন না। তিনি প্রশ্ন রেখে বলেন, আজকে এই হাওরবাসীর দুর্দশার জন্য দায়ী কে?

গতকাল রাজধানীর মিরপুরে ময়ূরী কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য ঢাকা মহানগর (উ.)-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। মান্না বলেন, আমি মিডিয়ার দিকে তাকিয়ে থাকব, হাওরের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী কখন বলবেন— ‘আমি দুর্নীতিবাজদের শাস্তির নির্দেশ দিয়ে গেলাম। তিনি বলেন, আওয়ামী লীগ এতটাই দুর্নীতি করেছে যার পরিপ্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের যারা দুর্নীতি করে টাকা কামিয়েছেন তাদের সাবধান করতে বাধ্য হয়েছেন। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাসদের সভাপতি খালেকুজ্জামান রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক মালেকুজ্জামান রতন প্রমুখ।

সর্বশেষ খবর