সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে

প্রতিদিন ডেস্ক

রমজান মাস সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে ১৫ মে থেকে খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। খবর বিডিনিউজ

রোজা সামনে রেখে প্রতিবছর পিয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করে থাকে টিসিবি। গত বছরের মতোই এবারও ২ হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করা হবে। সারা দেশে মোট ১৮৫টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি এবং জেলা শহরে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।

সর্বশেষ খবর