বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

এসএসসির ফল আজ

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য তুলে ধরবেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার ফল পাওয়া যাবে। এ ছাড়া যে কোনো মোবাইল থেকে মেসেজ পাঠিয়েও পরীক্ষার ফল সংগ্রহ করা যাবে। এ জন্য SSC অথবা Dakhil লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর