বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

খেলাপি ঋণের পরিমাণ ৪৪ হাজার ৮০১ কোটি টাকা

সংসদে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিভিন্ন সরকারি ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণের পরিমাণ ৪৪ হাজার ৮০১ কোটি ৯৯ লাখ টাকা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের ১৫তম অধিবেশনে গতকালের বৈঠকের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজ রক্ষিত ফেব্রুয়ারি ২০১৭ ভিত্তিক ঋণ তথ্যের ভিত্তিতে চলতি ২০১৬-১৭ অর্থ বছরের প্রথম ছয় মাসে সব সরকারি ব্যাংকের খেলাপি ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণ ১ হাজার ৭৬৫ কোটি টাকা।

মৃত্যুদণ্ডের বিধান রেখে বিমান চলাচল আইন জাতীয় সংসদে : বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য মৃত্যুদণ্ডসহ নেভিগেশনের অনুরূপ আলো বা সংকেত ব্যবহার করলে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ৫ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন গতকাল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। এদিকে জাতীয় সংসদে গতকাল বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকার বিষয়ে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈন উদ্দীন খান বাদল।

সর্বশেষ খবর