সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

ভরিতে হাজার টাকা কমেছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

ভরিতে হাজার টাকা কমেছে সোনার দাম

দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমেছে। আজ থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফা সোনার দাম বৃদ্ধি পায়। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের বা ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৩৮ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ২৪ হাজার ৮৪৫ টাকায়। এতে আজ থেকে ২২ ক্যারেট সোনা ১ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ১০৮ টাকা এবং ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনা ভরিতে ৮১৬ টাকা কমেছে। এ ছাড়া রুপার দাম কমেছে ভরিতে ৫৮ টাকা।

এর আগে গতকাল পর্যন্ত ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯৬৫ টাকায় বিক্রি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর