সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

তারা চালের বাজার অস্থিরের চেষ্টা চালাচ্ছে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, হাওরাঞ্চলে পানিতে ডুবে ধানের যে ক্ষতি হয়েছে তা দেশের মোট খাদ্য চাহিদার ওপর কোনো প্রভাব ফেলবে না। অথচ হাওরের ক্ষতির অজুহাত তুলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চালের বাজার অস্থির করার চেষ্টা চালাচ্ছে। মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য চালের বাজার অস্থির করে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলা। ওই ব্যবসায়ীরা সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারী একটি রাজনৈতিক দলের সমর্থক।

গতকাল দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে খাদ্য শস্য সংগ্রহবিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। কোনো অবস্থাতেই খাদ্য সংকটের সৃষ্টি করতে দেওয়া যাবে না।

সর্বশেষ খবর