সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

রোজার আগেই মূর্তি অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, রোজার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিকমূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় ঈদের জামাতে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ মুসল্লিরা যদি কোনো পরিস্থিতি সৃষ্টি করে তার দায়-দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে আগামী ২১ মে বেলা ১১টায় প্রধানমন্ত্রী বরাবর তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা ইসমাঈল নুরপুরী, আফজালুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর