সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

রাবির সেই প্রতিকৃতি অপসারণের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক ও ঐতিহাসিক ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের আদলে তৈরি ভাস্কর্যটির মধ্যে সংযোজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি অপসারণের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। সেই স্থানে জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবি জানানো হয়েছে। গতকাল স্মৃতিফলকটি পরিদর্শনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানান মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্মৃতিফলকটির নিচের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে উল্লেখ করে গত ৬ এপ্রিল ফেসবুকে স্ট্যাটাস দেন রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু। তারপর থেকেই এই স্মৃতিফলকটি নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।

সর্বশেষ খবর