সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

বিভিন্ন দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অবসর ভাতাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন গ্রাম পুলিশরা। গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে গ্রাম পুলিশরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে হাজির হন। বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আসা পুলিশরা অংশ নেন। বিক্ষোভ শেষে তারা পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। দাবিগুলো হলো— অবসর ভাতা, চতুর্থ শ্রেণির কর্মচারীর মর্যাদা, ঝুঁকি ভাতা ও রেশনের ব্যবস্থা, ঢাকার আশপাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং সরকারি চাকরিতে গ্রাম পুলিশদের সন্তানদের ১০ শতাংশ কোটা সংরক্ষণ।

সর্বশেষ খবর