সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

পাল্টা-পাল্টি ধাওয়ায় ঢাকা জেলা বিএনপির সভা পণ্ড

নিজস্ব প্রতিবেদক

ধাওয়া-পাল্টা ধাওয়া আর চেয়ার ছোড়াছুড়িতে গতকাল পণ্ড হলো ঢাকা জেলা বিএনপির কর্মিসভা। বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নিচতলায় এ কর্মিসভার আয়োজন করা হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা.  দেওয়ান  মো সালাউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেতা কল্পনা রায়, ঢাকা জেলা সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম পল। সভার শুরুতেই আমান উল্লাহ আমান ও আবু আশফাক সমর্থকদের মধ্যে একদফা চেয়ার ছোড়াছুড়ি হয়। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সভার কার্যক্রম ঠিকঠাকই চলছিল। বিশেষ অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, যার যার সংসদীয় এলাকা থেকে নেতা বানাতে হবে। তাত্ক্ষণিকভাবে এর প্রতিবাদ করেন আবু আশফাক। তিনি এ সময় বলেন, যোগ্য ও ত্যাগীরা যে কোনো স্থান থেকেই নেতা হতে পারেন। এ সময় আবার শুরু হয় দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, জুতা আর পানির বোতল নিক্ষেপ। এক পর্যায়ে সভা ছেড়ে যেতে বাধ্য হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। নিচতলায় এ সময় ব্যাপক ধাক্কাধাক্কি চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সম্পর্কে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ ঘটনার জন্য আমান উল্লাহ আমান দায়ী।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর