সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

নিটল আকিজ হা-মীম বিদেশে বিনিয়োগের অনুমোদন পায়নি

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আপাতত কোনো দেশি কোম্পানিকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, বিদেশে তিন কোম্পানির বিনিয়োগে অনুমোদন দেওয়া হয়নি। কোম্পানিগুলোর কাছে আবারও বিস্তারিত তথ্য চাওয়া হবে। বাংলাদেশ ব্যাংক তা আবারও পর্যালোচনা করবে। এরপর কেস টু কেস ভিত্তিতে সরকার তা দেখবে। তবে বিদেশে বিনিয়োগের ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। গতকাল সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিনিয়োগের অনুমোদন দেওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রিসভা কমিটিতে তা অনুমোদন দেওয়া হয়নি। ফলে আটকে গেল বিদেশে বিনিয়োগে তত্পর তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকার বিনিয়োগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর