মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

আতিয়া মহলের মামলায় পিবিআইর তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী আতিয়া মহলে আলোচিত জঙ্গিবিরোধী অভিযানে বিস্ফোরক উদ্ধার এবং অভিযান চলাকালে অদূরে বোমা বিস্ফোরণের ঘটনা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই। ৯ মে মামলার দায়িত্বভার পাওয়ার পর গতকাল তদন্ত শুরু করে পিবিআই। পিবিআইর বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক বলেন, তদন্ত দল আতিয়া মহল পরিদর্শন করেছে। ২৩ মার্চ দিবাগত রাতে জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘিরে ফেলা হয়। ২৪ মার্চ বিকালে পুলিশ, র‌্যাবের সঙ্গে যোগ দেন স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স—সোয়াটের সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর