মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা
মন্ত্রণালয়ের আশ্বাস

রমজানের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে

নিজস্ব প্রতিবেদক

আসছে রমজানের আগেই দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলে বর্তমানে চাহিদামত বিদ্যুৎ সঞ্চালন দেওয়া সম্ভব হচ্ছে না। ১ মে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ার ভেঙে যাওয়ায় এবং কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে রি-রোলিং চলায় উত্তরাঞ্চলে চাহিদামতো বিদ্যুৎ সঞ্চালন দেওয়া সম্ভব হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর