বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

শাবি ছাত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ট্রেন থেকে পড়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। অবশ্য নিহত ছাত্র মোস্তাইন রাজ্জাক মামুর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামুর শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের অনিয়মিত ছাত্র তিনি। গতকাল সকাল ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকার রেললাইনের পাশ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোস্তাইন রাজ্জাক মামুর সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আবদুর রাজ্জাক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একই বিভাগের চিকিৎসক হোসনে আরার ছেলে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, সকালে রেললাইনের পাশে আহতাবস্থায় মামুরকে পাওয়া যায়। পরে স্থানীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তিনি মারা যান।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, মামুরের পকেটে ট্রেনের দুটি টিকিট পাওয়া গেছে। একটি মঙ্গলবারের, অন্যটি গতকালের। টিকিটটি ছিল সিলেট থেকে কুলাউড়ায় যাওয়ার। আর মঙ্গলবারের টিকিটটি ছিল কুলাউড়া থেকে সিলেট আসার। মোস্তাইন মামুর কীভাবে মারা গেলেন তা পুলিশ তদন্ত করে দেখবে বলে জানান সুজ্ঞান চাকমা।

সর্বশেষ খবর