শিরোনাম
মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

হলে এইচএসসির অমূল্যায়িত খাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল থেকে এইচএসসি পরীক্ষার ইসলামের ইতিহাস বিষয়ের ১০০ কপি অমূল্যায়িত উত্তরপত্র জব্দ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের গণরুম থেকে প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে এই খাতা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক জিন্নাত ফেরদৌসী। তিনি জানান, ‘শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানতে পারেন মন্নুজান হলে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার কিছু খাতা এসেছে। সে তথ্যানুযায়ী তারা বিশ্ববিদ্যালয়ে আসেন। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. তরুণ কুমার সরকার জানান, ‘খাতাগুলো মূল্যায়ন করার জন্য রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজের অধ্যাপক আবুল কালামকে দেওয়া হয়েছিল।’ তিনি বলেন, ‘কোন শিক্ষার্থীর কাছে খাতাগুলো এসেছে তা এখনো জানা যায়নি। কীভাবে খাতাগুলো এখানে এসেছে তা তদন্ত করে দেখা হবে।’ শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি তদন্ত করে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর