শিরোনাম
মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

চাঁদাবাজি বন্ধে লাঠি ও বাঁশি নিয়ে প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার সোনাডাঙ্গা কেসিসি পাইকারি কাঁচাবাজারে চাঁদাবাজি বন্ধে প্রায় তিন শতাধিক ব্যবসায়ীকে লাঠি ও বাঁশি দেওয়া হয়েছে। জানা যায়, বাজারের ব্যবসায়ী, মালামাল বহনকারী যানবাহন ও সাধারণ শ্রমিকের কাছ থেকে চাঁদাবাজির ঘটনা বেড়েছে উদ্বেগজনকভাবে। এসব কারণে ব্যবসায়ীরা সম্মিলিতভাবে লাঠি ও বাঁশি নিয়ে প্রতিরোধের এ পথ বেছে নিয়েছেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক এম এম মঈনুল ইসলাম নাসির বলেন, এই বাজারের মালামাল লোড-আনলোডের জন্য সরকারি নিবন্ধনভুক্ত হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৯৪৬) থাকলেও আরেকটি শ্রমিক সংগঠন এখানে তাদের অস্তিত্ব সৃষ্টির চেষ্টা করছে। তাদের কারণেই মূলত বাজারে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা যায়, এরই মধ্যে বাজারের অভ্যন্তরে সৃষ্ট সংকট নিরসনে ব্যবসায়ী সংগঠনের নেতারা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন।

 স্থানীয় প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে। এসবে কাজ না হওয়ায় বাজারের সাধারণ ব্যবসায়ীরা সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে লাঠি-বাঁশি নিয়ে প্রতিরোধের উদ্যোগ নিয়েছেন। এখন থেকে যে কোনো ধরনের চাঁদাবাজিতে ব্যবসায়ীরা বাঁশি বাজিয়ে ও লাঠি হাতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবেন।

সর্বশেষ খবর