শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

রাবি ও রুয়েট ছাত্রলীগের কমিটি নিয়ে ‘টালবাহানা’

মর্তুজা নুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণার প্রায় ছয় মাস হতে চললেও ঘোষণা করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। চলতি মাস বা সামনের মাসে কমিটি ঘোষণা করা হবে—এমন বক্তব্য গত মার্চ মাস থেকে আংশিক কমিটির নেতারা দিয়ে এলেও কমিটি ঘোষণা করছেন না তারা। জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর সম্মেলনের পর ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই দিন নাঈম রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে রুয়েটে ৬ সদস্যের আংশিক কমিটি করা হয়। এর আড়াই মাস পর ২০ ফেব্রুয়ারি থেকে আগ্রহী কর্মীদের জীবন বৃত্তান্ত সঙ্গে ৫০০ করে টাকা নেওয়া শুরু করে রাবি ছাত্রলীগ। দুদফা মেয়াদ বাড়িয়ে তা ৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। তবে কর্মীদের জীবন বৃত্তান্ত জমা নেওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি করে তা অনুমোদনের জন্য এখনো কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাতে ব্যর্থ হয়েছেন আংশিক কমিটির নেতারা।

এদিকে রুয়েট শাখার কমিটি পূর্ণাঙ্গ করতে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। গত ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল কর্মীদের কাছ থেকে ৫০০ টাকা ফিসসহ জীবন বৃত্তান্ত নেওয়া হয়। পরে মেয়াদ বাড়িয়ে ২৭ এপ্রিল পর্যন্ত জীবন বৃত্তান্ত নেওয়া হয়। বৃত্তান্ত জমা দেওয়া কর্মীদের কাছ থেকে পরে নতুন করে চাওয়া হয়েছে প্রত্যয়নপত্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর