শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

সরকার স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী

——————— আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ন্যায়বিচার প্রাপ্তি, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করেছে। বর্তমান সরকার জনগণের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে। কারণ এই সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘মামলা জট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মানোন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, অধস্তন আদালতগুলোতে প্রায় ২৮ লাখ মামলা রয়েছে। এ মামলাজটের কবল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) বিকল্প নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর