শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে শনিবার

————— বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে শনিবার

দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুদিন লাগতে পারে। আশা করা হচ্ছে, আগামীকাল বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে রমজানে লোডশেডিং হওয়ার আশঙ্কা আছে। আর পরিস্থিতি সামাল দিতে প্রথম রোজা থেকেই সিএনজি স্টেশনগুলো বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হবে এবং কারখানার গ্যাস বিদ্যুতে ব্যবহার করা হবে। গতকাল বিকালে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।

তিনি বলেন, শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে পারব। শনিবারের মধ্যে গ্যাস পাওয়া যাবে। এ ছাড়া কাফকো সার কারখানা বন্ধ রেখে, এর গ্যাস বিদ্যুতে দেওয়া হবে। সিএনজি স্টেশনও নির্দিষ্ট সময় বন্ধ থাকবে। বাণিজ্যিক কারখানাগুলোও বন্ধ রাখা হবে। আশা করা হচ্ছে, এতে বিদ্যুতের উৎপাদন বাড়বে। বর্তমানে ১০ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর দুই হাজার মেগাওয়াট উৎপাদন হলে এ সমস্যার সমাধান হবে। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী গ্রাহকদের ধৈর্য ধরতে অনুরোধ করেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বিবিয়ানা ও মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর