শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা, আটক ৩০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। কোথাও কোথাও পুলিশ বাধা দেয়। এসব মিছিল থেকে মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ৩০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের হামলায় আহত হয়েছেন অনেকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ায় কেন্দ্র-ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে সকালে জুরাইন এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি শুরুর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে রবিন ও ছাত্রদল নেতা জনিকে আটক করা হয়। বেলা ১১টায় শ্যামপুরে একটি মিছিল বের করা হয়। সেখানেও বাধা দেয় পুলিশ। মিছিল থেকে শওকত আলী ও মিন্টু নামে দুজনকে আটকও করে। শাহবাগ এলাকায় একটি মিছিল বের করা হলে পুলিশ এতে হামলা চালায়। মিছিল থেকে ইব্রাহিম, বাবু, রবিউল ও লাকী নামে চার কর্মীকে আটক করা হয়। কামরাঙ্গীরচরে একটি মিছিল বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। জসীমউদ্দিন নামে শ্রমিক দল নেতাকে আটক করা হয়। মৌচাক থেকে একটি মিছিল বের হয়ে কিছুদূর যাওয়ার পর পুলিশ ঘেরাও করে লাঠিচার্জ করে। শাহজাহানপুর কলোনি এলাকায় মিছিলেও পুলিশ হামলা চালায়। এ সময় স্বপন নামে এক কর্মীকে আটক করা হয়। সূত্রাপুর থানা বিএনপি কুলুটোলা এলাকায় মিছিলের জন্য নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ এসে হামলা চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। দুপুরের দিকে মুগদা এলাকায় একটি মিছিল বের করা হয়। এ সময় পুলিশি হামলায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। শনিবার ঢাকায় বিক্ষোভ : গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল সাংগঠনিক সম্পাদক রবিনসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল ঢাকায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর