বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

জিয়ার মৃত্যুবার্ষিকীর দ্বিতীয় দিনে বস্ত্র বিতরণ খালেদার

নিজস্ব প্রতিবেদক

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকালও রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য,বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা পৌনে ১১টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে থেকে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেন তিনি। এরপর বেলা সাড়ে ১১টায়  মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে কমিউনিটি সেন্টারের সামনে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। মঙ্গলবার কর্মসূচির প্রথম দিনে ধানমন্ডি থানায় শেখ রবিউল আলমের নেতৃত্বে শুরু করে রাজধানীর ২৪টি স্পটে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। গতকাল রাজধানীর ১৬টি স্থানে বেগম খালেদা জিয়া বস্ত্র,অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এগুলোর মধ্যে রয়েছে- ডিসিসি মার্কেট (গুলশান-২), ওয়ারলেস গেট (মহাখালী), মধুবন মিষ্টির দোকানের সামনে (বাড্ডা-মোল্লাপাড়া লিঙ্ক রোড), সততা সিরামিকেসর সামনে (রামপুরা মালিহা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে), ডুমনি ইউনিয়ন (৩০০ ফুট মোস্তল), খিলক্ষেত-নিকুঞ্জ (কারওয়াশ), প্রাইম ব্যাংক (উত্তরা জসিম উদ্দিন), আমীর কমপ্লেক্সের সামনে (উত্তরা), মিরপুর -১১ নম্বরে বিএফসির সামনে, মিরপুর-১ শাহআলী মাজার এবং কোনাবাড়ী বাস স্টেশন মোড়, কাজী পাড়া বাসস্ট্যান্ড (এক্সিম ব্যাংকের সামনে), এসএ খালেক সিএনজি স্টেশন (দারুস সালাম, শ্যামলী) এবং কারওয়ান বাজার (প্রগতি) এবং এফডিসি গেট। এরপর খিলক্ষেত ও উত্তরার বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে বস্ত্র,অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে গতকালের কর্মসূচি শেষ করেন খালেদা জিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর