বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতির কারণে জ্বালানির দাম বাড়াচ্ছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানি খাতে দুর্নীতির কারণেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। এ সরকার পর্যায়ক্রমে গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমেছে, তখনও এরা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর মূল কারণটা হলো, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্নভাবে এই জ্বালানি খাতে তারা যে পরিমাণ অর্থ দুর্নীতি ও লুটপাট করেছে—তা কভার করার জন্যই বার বার জ্বালানির দাম বাড়াচ্ছে। তারা জনগণের পকেট কেটে, জনগণের কাছ থেকে বেশি দাম নিয়ে সেটা পূরণ করতে চাচ্ছে। আমরা তখনো এর নিন্দা করেছি, কথা বলেছি, এখনো করছি।

গতকাল দুপুরে উত্তরার আমিন কমপ্লেক্স সংলগ্ন সড়কে দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর