শনিবার, ৩ জুন, ২০১৭ ০০:০০ টা

‘পাচার ঠেকাতে ব্যাংকের টাকায় শুল্ক’

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিদেশে টাকা পাচার ঠেকাতে ব্যাংকে রাখা টাকার ওপর আবগারি শুল্ক বসানো হয়েছে।’ বাজেট-পরবর্তী   সংবাদ সম্মেলনে গতকাল এসব কথা বলেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে   এর আয়োজন করা হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘টাকার ধর্ম হলো যেখানে মূল্য পাবে সেখানে চলে যাবে। এজন্য আমরা এখন ব্যাংকে টাকা গচ্ছিত না রেখে বিনিয়োগ করতে উৎসাহিত করছি। বিদেশে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে   দিয়েছি। দক্ষিণ আফ্রিকায় অনেক ব্যবসায়ী বিনিয়োগ করছেন।’

সর্বশেষ খবর