সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে গতকাল সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, চিকিৎসকসহ বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া তাদের সঙ্গে কুশল বিনিময় করেন —বাংলাদেশ প্রতিদিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সঙ্গে ইফতার করেছেন। গতকাল রবিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে এ ইফতারের আয়োজন করেন তিনি। সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সেনাকর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এতে অংশ নেন। ইফতারের ১০ মিনিট আগে তিনি হলটিতে এসে পৌঁছে বেশ কয়েকটি টেবিল ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশলবিনিময় করেন। পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে প্রতি বছরের মতো এবারও এই ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপিপ্রধান। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ,      সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম আতিকুর রহমান, সাবেক আইজিপি আজিজুল হক, বিজেএমইএ সহ-সভাপতি মাহমুদ হাসান খান, সম্পাদক সৈয়দ কামালউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, নয়া দিগন্তের সম্পাদক মহিউদ্দিন আলমগীর, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার, সাংবাদিক মাহমুদ শফি, বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক লুত্ফর রহমান হিমেল, সাংবাদিক নেতা এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, মানব কণ্ঠের সম্পাদক আনিস আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এজেডএম জাহিদ হোসেন প্রমুখ ইফতারিতে অংশ নেন। শিক্ষাবিদদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অধ্যাপক আবদুল মোবিন, অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক সামসুল আলম, অধ্যাপক শরিফউদ্দিন, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মাফরুহি সাত্তার প্রমুখ। চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জ্বলও এতে অংশ নেন। এছাড়া বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, গিয়াস কাদের চৌধুরী, আবদুস সালাম, কবীর মুরাদ প্রমুখ নেতা মঞ্চের সামনের টেবিলগুলোতে বসেন। অন্যদিকে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আনহ আখতার হোসেইন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের আনোয়ারুন্নবী, এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর