সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

দ্বিতীয় বার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলেই নম্বর কাটা

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় বার মেডিকেল ও ডেন্টালে (এমবিবিএস ও বিডিএস) ভর্তিচ্ছুদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা যাবে। এছাড়া কোনো মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী পুনরায় ভর্তি পরীক্ষায় অংশ নিলে কাটা যাবে সাড়ে ৭ নম্বর।

চলতি বছর থেকেই এমবিবিএস ও বিডিএস পরীক্ষায় এ নিয়ম চালু হচ্ছে। গতকাল সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিদেশি ছাত্র-ছাত্রীদের  কোটা ৫০ শতাংশই বহাল থাকছে। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ  থেকে বিডিএসের কোর্স পাঁচ বছর মেয়াদি হবে।

সর্বশেষ খবর