শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

তবুও নিত্যপণ্যের দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

তবুও নিত্যপণ্যের দাম বাড়ছে

বাজার দর

সংযমের মাস পবিত্র রমজানে ব্যবসায়ীরা সংযমী হওয়ার আশ্বাস দিয়েও অনেকে তা রাখতে পারলেন না। তারা বলেছিলেন, এবারের রমজানে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না। কিন্তু প্রথম রোজার দিনই সব ভোগ্যপণ্যের দাম লাফিয়ে বেড়েছে। ৪০ টাকার বেগুন হয়েছে ৬০ টাকা, ৩০ টাকার কাঁচামরিচ ৬০ টাকা, ৩০ টাকার শসা ৪০ টাকা, ১৫০ টাকার ধনে ও পুদিনা পাতা ৪০০ টাকা, ৬০ টাকার চিনি ৭২ থেকে ৭৫ টাকা, ৭০ টাকার ছোলা ৯০ টাকা। এভাবে প্রতিটি পণ্যের দাম বাড়ায় প্রথম রমজানের দিন থেকে গতকাল ১৩ রমজান পর্যন্ত বাজারে গিয়ে হোঁচট খেতে হয়েছে সাধারণ ক্রেতাদের।

সাধারণত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অন্য যে কোনো দিনের তুলনায় ভোগ্যপণ্যের বাজার একটু গরমই থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে রোজা। এই দুইয়ে মিলে গতকাল রাজধানীর বাজারে ছিল খুবই উত্তাপ। দাম বৃদ্ধির প্রবণতা  বেশি দেখা গেছে সবজি এবং মাংসের বাজারে। দাম কম রাখার প্রতিশ্রুতি দেওয়ার পরও পণ্যমূল্য বৃদ্ধি সম্পর্কে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, দু-সপ্তাহ আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন  রোজায় তারা পণ্যের মূল্য বাড়াবেন না। কিন্তু রমজানের প্রথম দিন থেকে ব্যবসায়ীরা সেই প্রতিশ্রুতি ভুলে গেলেন। আসলে অতি মুনাফার লোভেই তারা বেসামাল হয়ে পড়েছেন। দুই সপ্তাহ আগে বাজারে বেগুন বিক্রি হয়েছে ৩০ টাকা  কেজিতে। আর গতকাল বিক্রি হয়েছে ৬০ টাকা। অর্থাৎ  বেগুনে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ টাকা। এ ছাড়া ২০ টাকার কাঁচামরিচ ৬০ টাকা।

সর্বশেষ খবর