শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদ সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নগরীজুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা ও স্পেশাল শাখা (এসবি) এবং এলিট ফোর্স র‌্যাবের বিভিন্ন টিম কাজ করছে।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পোশাকে ও সাদা পোশাকে র‌্যাব-পুলিশের বিশেষায়িত নারী টিমও অপরাধীর খোঁজে নগরীজুড়ে ওত পেতে আছে। অন্যদিকে, কূটনৈতিক এলাকার নিরাপত্তা নির্বিঘ্ন করতে অন্যসব বাহিনীর মতো সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যে কোনো ধরনের অঘটন মোকাবিলায় ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে র‌্যাব-পুলিশের একাধিক বিশেষ টিম। ঈদের দিন নগরীর সব কটি ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে বলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর