শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা
ঢাবিতে পর্যবেক্ষণ সভা

শিক্ষাখাতে স্বতন্ত্র বাজেট দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দকে অন্যান্য খাত থেকে আলাদা করে স্বতন্ত্রভাবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বাজেট অ্যান্ড পলিসির গবেষকরা। গতকাল বিশ্ববিদ্যালয়ে বাজেট-পরবর্তী পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও প্রস্তাবনায় তারা এ মত দেন। তারা বলেন, প্রতি বছরই শিক্ষা খাতের বাজেট দেওয়া হয় ধর্ম কল্যাণ, পরিবার কল্যাণ বা তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাতকে সংযুক্ত রেখে। এই ধারা থেকে বের হয়ে আসা প্রয়োজন।

সর্বশেষ খবর