শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

গাজী শাহাবুদ্দিনের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক

গাজী শাহাবুদ্দিনের জীবনাবসান

‘সন্ধানী’খ্যাত গাজী শাহাবুদ্দিন আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বয়স হয়েছিল প্রায় ৭৯। গতকাল দুপুরে রাজধানীর শান্তিনগরে তার বাড়ি গাজী ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত শতাব্দীর ষাটের দশকে রুচিশীল ম্যাগাজিন সন্ধানী পত্রিকা বের করে তিনি বিদগ্ধ সমাজের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ছিলেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক। বাংলাদেশের সেরা লেখকদের সেরা লেখার অনেকগুলোই ছাপা হয়েছিল তার সন্ধানীতে। শহীদজননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ ধারাবাহিকভাবে  ছাপা হয়েছিল এ পত্রিকায়।

সর্বশেষ খবর