শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

আবদুল্লাহ খালিদকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

আবদুল্লাহ খালিদকে স্মরণ

গভীর শ্রদ্ধা, স্মৃতিচারণা, গান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে প্রয়াত একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’র নির্মাতা সৈয়দ আবদুল্লাহ খালিদকে স্মরণ করেছেন চারুশিল্পীরা। বাংলাদেশ চারুশিল্পী সংসদের আয়োজনে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ার কক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়। চিত্রশিল্পী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। আরও বক্তৃতা করেন শিল্পী-ভাস্কর হামিদুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ভাস্কর মজিবুর রহমান, পরিবারের সদস্য সৈয়দ আহমদ মুর্তজা, সাংবাদিক সালেহ চৌধুরী, স্থপতি রবিউল হুসাইন এবং সিপিবির সভাপতি মুজাহিদুল  ইসলাম সেলিম। স্মরণসভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক   অসীম কুমার উকিল প্রেরিত শোকবার্তা পড়ে শোনানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর