শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬ এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গরিবদের কর্মসংস্থানে বরাদ্দ : মাহফুজুর রহমানের (চট্টগ্রাম-৩) প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য এক হাজার ৬৫০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। তিনি আশা করেন, চলতি অর্থবছর শেষে এ বরাদ্দের প্রায় সম্পূর্ণই ব্যয়িত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর