শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

নাচে গানে বর্ষাবরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

নাচে গানে বর্ষাবরণ

সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণপ্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুকে বরণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। আষাঢ়ের প্রথম দিন গতকাল বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাহাড়ধসে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সকাল ৭টায় শুরু হয় বর্ষাবরণের এ অনুষ্ঠান। এরপর বিশিষ্ট বাঁশিবাদক শেখ আবু জাফরের একক বাদনের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। তিনি বাঁশিতে ‘মেঘ মেদুর বর্ষায় কোথা তুমি’ গানটির সুর তোলেন। অনুষ্ঠানে ‘নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়’ গানটির সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন বেনজীর আহমেদ লিয়া। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ, বেলায়েত হোসেন ও ইকবাল খোরশেদ। দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল ‘স্পন্দন’। এরপর একক সংগীত পরিবেশন করেন লোকশিল্পী বিমানচন্দ্র বিশ্বাস। তিনি পরিবেশন করেন ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’ গানটি। পরে উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি বেলায়েত হোসেনের  গ্রন্থনায় গীতিআলেখ্য ‘বিহ্বল বর্ষায়’ পরিবেশন করেন ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। দলীয় পরিবেশনা উপস্থাপন করেন উদীচী কাফরুল শাখা, স্বপ্নবীণা ও উদীচী মিরপুর শাখার শিল্পীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর