শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা
চাষাঢ়া হামলার ১৬ বছর

দোষীদের বিচারে দীর্ঘসূত্রতায় সবাই হতাশ

-----------------শামীম ওসমান

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের চাষাঢ়া বোমা হামলার ১৬ বছর আজ। এই দিনে চাষাঢ়া শহীদ মিনারে বোমা হামলায় নিহত হয়েছিলেন ২০ জন। বোমা হামলার মূল টার্গেটে ছিলেন বর্তমান (নারায়ণগঞ্জ-৪ আসনের) সংসদ সদস্য শামীম ওসমান। ১৬ বছর পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে তিনি এই ঘটনায় দোষীদের বিচারে দীর্ঘসূত্রতায় হতাশা প্রকাশ করেছেন। শামীম ওসমান এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি হতাশ। কারণ হামলার মূলে ছিল চাষাঢ়া এলাকার উবায়দুল নামে এক ব্যক্তি। তার সঙ্গী হলো হরকাতুল জেহাদের দুই জঙ্গি সহোদর মোত্তাকিম ও মোরসালিন। এই উবায়দুলের কথা আমি মামলার  তদন্ত কর্মকর্তাকে বার বার বলার পরেও তাকে দেশ থেকে সরে যেতে সহায়তা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘খুব কষ্ট হয়। যখন কারও বিধবা স্ত্রী ও এতিম সন্তান আমার সামনে এসে দাঁড়ায়। নিজেকে খুব অপরাধী মনে হয়। আজ আমার জন্য তাদের এই অবস্থা। তবে দোষীদের বিচারের দীর্ঘসূত্রতায় অনেক হতাশ হয়েছি। যারা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তারাও হতাশ।’

বিচার হয়নি ১৬ বছরেও : চাঞ্চল্যকর এ বোমা হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় আদালতে চার্জশিট দেওয়া হলেও বিচার কাজ চলছে ঢিমেতালে। এখন চলছে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের কাজ। ১৬ জুনের বোমা হামলার ঘটনার প্রধান আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের বিরুদ্ধে সারা দেশে অনেক মামলা থাকায় যথাসময়ে তাকে নারায়ণগঞ্জ হাজির করা যায়নি। এরই মধ্যে তাকে অপর একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এদিকে ১৬ বছর ধরে নিহতের পরিবারের লোকজন চোখের অশ্রু ফেললেও তাদের অভিযোগ, রাষ্ট্রীয়ভাবে ঘাতকদের বিচার কাজটি সম্পন্ন হয়নি আজও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর