সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

টার্মিনেট আইনের ২৬ ধারা বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইনের ২৬ ধারায় যেকোনো সময় একজন শ্রমিককে টার্মিনেট করতে পারে মালিকপক্ষ। টার্মিনেট মানে একটি শ্রমিক ও তার পরিবারের বেঁচে থাকার অধিকার হরণের শামিল। তাই শ্রম আইনের ২৬ ধারাকে কালো ধারা উল্লেখ করে তা বিলুপ্তির দাবি জানিয়েছে শ্রমিকদের সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শ্রম আইন     সংশোধন প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় এ দাবি করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইবিসি চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া, মহাসচিব মো. তৌহিদুর রহমান, গার্মেন্টস শ্রমিক নেত্রী নাজমা আক্তার প্রমুখ। সভায় শ্রম আইনের বেশকিছু ধারা পরিবর্তন ও সংশোধনের সুপারিশ করা হয়। এর মধ্যে শ্রম আইনের ২৬ ধারা বিলুপ্তির দাবি করা হয়। এর কারণ হিসেবে বলা হয়, এটি একটি কালো ধারা। টার্মিনেট মানে একটি শ্রমিক ও তার পরিবারের বেঁচে থাকার অধিকার হরণের শামিল। এছাড়া টার্মিনেটজনিত পাওনাদি আদায় প্রক্রিয়া অত্যন্ত জটিল। আদালতের রায় পেতে শ্রমিকদের অনেক সময় অপেক্ষা করতে হয়।

সর্বশেষ খবর