শিরোনাম
শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

জেট অ্যান্ড সাকার মেশিনের কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল দুপুরে ‘জেট অ্যান্ড সাকার মেশিন’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বংশাল সুরিটোলা এলাকায় ড্রেনের ময়লা পানি ও আবর্জনা অপসারণ এবং ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া ড্রেনের আবর্জনা অপসারণপূর্বক ড্রেন উন্মুক্ত করে এ কাজের উদ্বোধন করা হয়। ১৫ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক জেট অ্যান্ড সাকার মেশিনটি ইতালি থেকে আনা।   উদ্বোধনকালে মেয়রের সঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়ার্ড কাউন্সিলর মীর সমির, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমদ, যান্ত্রিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র বলেন, আবর্জনা অপসারণ করে নগরীকে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ ও বাসোপযোগী নগরীতে পরিণত করার দৃঢ় অঙ্গীকার পূরণের অংশ হিসেবেই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এ ধরনের যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনা কাজ আরও গতিশীল হবে। একই সঙ্গে বন্ধ ড্রেনে জমে থাকা আবর্জনা অপসারণের মাধ্যমে পানি প্রবাহ সচল করার ফলে জলাবদ্ধতা নিরসনেও বিশেষভাবে সহায়ক হবে। উল্লেখ্য, করপোরেশনের আওতাভুক্ত এলাকাসমূহে উন্নয়ন কাজের ফলে আবর্জনা দ্বারা ড্রেনসমূহ বন্ধ হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থা থেকে পরিত্রাণে মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও জনসেবা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ইতালি থেকে ১১.৩৯ কোটি টাকা ব্যয়ে এ মেশিনটি ক্রয় করা হয়েছে। পরবর্তীতে আরও কয়েকটি এ ধরনের মেশিন সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সর্বশেষ খবর