শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

নিরাপত্তা সংকটে রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

নিরাপত্তা সংকটে রাবি শিক্ষার্থীরা

চুরি, ছিনতাই, খুন, যৌন হয়রানি ও স্থানীয়দের হাতে নিত্যদিন মারধরের শিকার হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। অন্যদিকে ক্যাম্পাসের ভিতর স্থানীয় ও বহিরাগতদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পেলেও এ নিয়ে কোনো মাথাব্যথা নেই কর্তৃপক্ষের। ফলে জিম্মিদশায় দিন কাটাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। নিরাপত্তা সংকট দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতর সন্ধ্যা হলেই একা চলাচল করার সাহস পাচ্ছেন না শিক্ষার্থীরা। একা চলাচল করলেই ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নিচ্ছে ছিনতাইকারীরা। প্রক্টরের কাছে এসব বিষয়ে অভিযোগ দিলে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেল অকার্যকর থাকায় যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী শিক্ষার্থীরা। যৌন হয়রানির শিকার হয়েও অভিযোগ দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না ভুক্তভোগীরা। অনেকেই আবার ভয়ে মুখ খুলছেন না। গত প্রশাসনের আমলে ভাষা বিভাগের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ কর্তৃপক্ষকে দিলে তারা নিজেদের তৈরি এক তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমি এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারিনি। গত চার বছরে কী হয়েছে তা আমাকে আগে দেখতে হবে। আশা করছি খুব শিগগিরই সবকিছুর সমাধান হবে।’

সর্বশেষ খবর