বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে ৫৫ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের সিগারেটসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটকরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা এলাকার বেলাল উদ্দিন এবং চট্টগ্রামের সাতকানিয়া এলাকার রুবেল। গতকাল সকালে দুই যাত্রীর কাছ থেকে আমদানিনিষিদ্ধ ইউএসএ ৩০৩ ব্র্যান্ডের ৬৮৪ কার্টন সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, কুয়েত থেকে কেইউ-২৮৩ ফ্লাইটে বেলাল এবং দুবাই থেকে জি৯-০৫১৩ ফ্লাইটযোগে ঢাকায় আসেন রুবেল। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ৬টি লাগেজ খুলে আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেটগুলো জব্দ করা হয়। আমদানি নীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর