বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ

সাবেক জেলা রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে গাজীপুর জেলার সাবেক জেলা রেজিস্ট্রার মিসেস হাসিনা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্র জানায়, সাবেক জেলা রেজিস্ট্রার হাসিনা বেগমের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিস  দেওয়ার পরও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। অথচ তার বিরুদ্ধে ১ কোটি ১ লাখ ২০ হাজার ৫৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তারা। দুদক আরও জানায়, হাসিনার বিরুদ্ধে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করা হয়। তিনি নির্ধারিত তারিখ ও সময়ে দুদকে বিস্তারিত সম্পদ বিবরণী দাখিল করেননি।

সর্বশেষ খবর