সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাসিক ভবনে এবার কর্মচারীদের তালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের বিক্ষুুব্ধ কর্মচারীরা গতকাল ১১ দফা দাবিতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। এরপর থেকে তারা ভবন ঘেরাও করে বিক্ষোভ-সমাবেশ করছেন।

সকাল সাড়ে আটটায় তালা ঝুলিয়ে ভবন ঘেরাও করে রাখার কারণে দিনভর কোনো কর্মচারী ভিতরে ঢুকতে পারেননি। রাজশাহী সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন সভাপতি দুলাল শেখ বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাওনা ৪০ লাখ টাকা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় আন্দোলনে নামতে হয়েছে। ঈদের পর বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করার কথা বলেছিলেন মেয়র, কিন্তু এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিবর আহমেদ মামুন বলেন, ‘রাসিক প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমাদের দাবি দাওয়া তুলে ধরায় তারা আমাদের আশ্বাসের পর আশ্বাস দিচ্ছে। যা এখন আমাদের প্রহসন মনে হচ্ছে।’

সর্বশেষ খবর