বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বি এল কলেজে চাঁদার দাবিতে পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বি এল কলেজে চাঁদার দাবিতে মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগের (শেষ বর্ষ) মৌখিক পরীক্ষা বন্ধ করে দিয়েছেন কিছু শিক্ষার্থী। গতকাল সকালে ব্যবস্থাপনা ভবনের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হলে পরীক্ষা বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ তালা খুলে দিলে পরীক্ষা শুরু হলেও বাধার মুখে কয়েক দফায় পরীক্ষা বন্ধ রাখা হয়। এর আগে ৬ জুলাই কলেজের ইতিহাস বিভাগের মৌখিক পরীক্ষার সময় ৫৭১ পরীক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা হারে চাঁদা আদায় করা হয়েছিল বলে জানা গেছে। পরীক্ষার্থীরা জানান, বিদায় সংবর্ধনার নামে তাদের কাছে মাথাপিছু ২০০ টাকা করে চাঁদা দাবি করা হয়। এতে আপত্তি জানালে ব্যবস্থাপনা ভবনের নিচের কলাপসিবল গেট ও কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় শিক্ষকসহ ৫৫১ জন পরীক্ষার্থী অবরুদ্ধ হয়ে পড়েন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর