বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অপারেশনকালে শিশুর মৃত্যু!

রংপুরে দুই চিকিৎসকসহ আটজনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অপারেশন টেবিলে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় রংপুর নগরীর ভিআইপি জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে পাহারা বসিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে ওই হাসপাতালে অপারেশন করার সময় মারা যায় মিত্তা জাহান মৃধা নামে এক শিশু। সে মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মাহমুদুল হাসান মৃধার মেয়ে। এ ঘটনায় শিশুটির বাবা গতকাল বিকালে অপারেশনকারী চিকিৎসক মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিরম্ব কুমার রায়, অ্যানেস্থেসিওলজিস্ট ডা. বিপ্লব, নার্স ববিতা রায়, ওয়ার্ডবয় আতিকুল ইসলাম ও আশুতোষ রায়, আয়া কবিতা বেগম ও জ্যোত্স্না বেগম এবং একজন দালালকে আসামি করে মামলা করেন। এর মধ্যে পুলিশ নার্স ববিতা রায়, ওয়ার্ডবয় আতিকুল ইসলাম ও আশুতোষ রায়, আয়া কবিতা বেগম ও জ্যোত্স্না বেগমকে গ্রেফতার করেছে। অন্যরা পলাতক রয়েছেন। শিশুটির বাবা মাহমুদুল হাসান মৃধা অভিযোগ করেন, অ্যাবডোমিনাল হার্নিয়া রোগে আক্রান্ত তার মেয়ে মিত্তা জাহানকে এক দালালের মাধ্যমে ৯ জুলাই রাতে ভিআইপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হার্নিয়া অপারেশনের জন্য মঙ্গলবার রাত ৯টায় মিত্তা জাহানকে অপারেশন থিয়েটারে নেয়। অপারেশন করেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায়। রাত সাড়ে ১১টায় মিত্তা জাহানকে অপারেশন থিয়েটার থেকে বের করে প্রাইম মেডিকেল কলেজে পাঠিয়ে দেন ডা. হিরম্ব। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, ২ ঘণ্টা আগেই মিত্তা জাহান মারা গেছে। পরে লাশ নিয়ে এসে হাসপাতালে রেখে চিকিৎসক ও নার্স আয়ারা চলে যান।  পুলিশ রাতেই শিশুটির লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন করেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল আলম। তিনি বলেন, লাশের নাভির ওপরে ২ ইঞ্চি কাটা দাগ ছাড়া শরীরের অন্য কোথাও ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। অপারেশনকারী ডা. হিরম্ব কুমার রায় বলেন, জেনারেল অ্যানেস্থেসিয়া করেছেন ডা. বিপ্লব। অপারেশন ঠিকমতই করা হয়েছে। জেনারেল অ্যানেস্থেসিয়া করার কারণে নির্দিষ্ট সময়ে শিশুটির জ্ঞান ফিরছিল না। এ হাসপাতালে আইসিইউ না থাকায় তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তারা ফিরিয়ে দেন। অ্যানেস্থেসিওলজিস্ট ডা. বিপ্লবের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।  রংপুরের সিভিল সার্জন ডা. জাকিরুল ইসলাম বলেন, জেনালের অ্যানেস্থেসিয়া শিশু ও বৃদ্ধ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু অ্যাবডোমিনাল হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়াই করতে হয়।  ভিআইপি জেনারেল হাসপাতালের পরিচালক লিটন দাস বলেন, মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ। এ কারণে হাসপাতালে যাচ্ছি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির বাবা ২ চিকিৎসকসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর