বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পুরান ঢাকার আগুনে পোড়া আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ জাকির হোসেন (২৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইলেকট্রনিক্সের দোকানে কমপ্রেসার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। আগের দিন আবুল কাশেম (৬৫) ও ৭ জুন মাসুম (৩৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, ২ জুন ওই ইলেকট্রনিক্সের দোকানে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুনে দোকানে রাখা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। দগ্ধ হন দোকানের মালিক-কর্মচারীসহ পাঁচজন। বৈদ্যুতিক সামগ্রীর কমপ্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস। দগ্ধদের মধ্যে দোকান মালিক মামুন ও কর্মচারী শামীম হোসেন (৩৪) এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, মামুনের শরীরের ১৮ ও শামীমের ২৮ শতাংশ পুড়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর