বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব

————— বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন-২০২১’ সফল বাস্তবায়নের মধ্য দিয়ে ডিজিটাল মধ্য আয়ের বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটবে।

জেনেভা সফররত বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার রাতে এইড ফর ট্রেড গ্লোবাল রিভিউ-২০১৭ সম্মেলনের এইড ফর ট্রেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক : প্রোমটিং কানেকটিভিটি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শীর্ষক রাউন্ড টেবিল সেশনে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করার কাজ সফলভাবে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন কাজের টেন্ডারের ৮০ ভাগ এখন অনলাইন পদ্ধতিতে হচ্ছে। পেপারবিহীন অফিস ব্যবস্থাপনার কাজ এগিয়ে যাচ্ছে। এলডিসিভুক্ত দেশগুলোতে এ ধরনের কাজ সম্পাদনের জন্য প্রয়োজন দক্ষ জনবল, অর্থ এবং কারিগরি সহযোগিতা। বিশ্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত কাজের ৮০ ভাগ এখনো দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ। মাত্র ২০ ভাগ আন্তঃদেশীয়ভাবে করা সম্ভব হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এ প্রতিবন্ধকতা দূর করতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে বর্ডার টেরিফ, লজিস্টিকস, কাস্টমার সিকিউরিটি, সাইবার নিরাপত্তা, ট্যাক্স, ইন্টারনেট প্লাটফর্ম ইত্যাদি বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে ভিন্নতা রয়েছে। বিষয়গুলো বিবেচনায় এনে আন্তর্জাতিকভাবে সমাধানের উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়ালে ই-কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি করা সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর