শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘বেতনের ১০ শতাংশ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিক্ষক সমিতি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল  এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়। সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল বলেন, কোনো প্রকার বাড়তি সুবিধা না দিয়ে এমপিও’র অর্থ থেকে অতিরিক্ত টাকা কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর