শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জ্বালানিতে ভেজালের দায়ে ২২৪ এজেন্টের লাইসেন্স বাতিল

সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জ্বালানিতে ভেজালের দায়ে ২২৪ এজেন্টের লাইসেন্স বাতিল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বেসরকারি রিফাইনারিসমূহের অপরিশোধিত কনডেনসেট-নিম্নমানের জ্বালানি পণ্য খোলাবাজারে পাওয়া যাচ্ছে। এভাবে দেশে ভেজাল জ্বালানি বিক্রির প্রবণতা বন্ধ ও মান নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে তিনটি ফিলিং স্টেশনের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। ১২টি ফিলিং স্টেশনের বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ৩৫৮টি প্যাকড পয়েন্ট ডিলার ও ২২৪টি এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। ১৫৫টি প্যাকড পয়েন্ট ও ২০৫টি এজেন্টের লাইসেন্স বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম ফজিলাতুন নেসা বাপ্পির (মহিলা আসন-৩০) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : মিজানুর রহমানের (খুলনা-২) লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কোনো অবস্থাতেই শিল্প কারখানা যাতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে না পারে সে জন্য ভিজিল্যান্স টিম নিয়মিতভাবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আসছে। ২০১৪ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মোট ৭ লাখ ৬৯ হাজার ৫০৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত তার ও নেটওয়ার্ক কানেকটিভিটি অপসারণ : দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দুর্ঘটনার ঝুঁকি থাকায় বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত সব ধরনের ঝুলন্ত তার ও নেটওয়ার্ক কানেকটিভিটি অপসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকে সমাপনী পরীক্ষা না থাকলে অর্ধেক শিক্ষার্থী ঝরে যাবে : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তুলে দিলে অর্ধেক শিক্ষার্থী ঝরে যাবে। গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ধরে রাখতেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। এটা আলাদা কোনো পরীক্ষা নয়। আগেও প্রাথমিক ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা হতো, এখনো সেভাবেই পরীক্ষা নেওয়া হয়। সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য নুরুল ইসলাম মিলনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।  অবৈধ কোচিং ও গাইডবই এখন বড় চ্যালেঞ্জ : মহিলা এমপি ফজিলাতুন্নেসা বাপ্পির সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অবৈধ কোচিং ও গাইডবই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষক এমন কাজ করছেন তাতে শিক্ষকসমাজের মান-মর্যাদা নেমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর