শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সংসদে রওশন এরশাদ

প্রধানমন্ত্রী, ঢাকাকে বাঁচান

নিজস্ব প্রতিবেদক

ঢাকাকে বাঁচাতে সারা দেশ থেকে রাজধানীমুখী মানুষের স্রোত থামাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ‘আপনি ঢাকাকে বাঁচান। আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। রাজধানীতে যে পরিবেশ দূষণ, রাস্তাগুলো ড্রেনের নামে যেভাবে খোঁড়াখুঁড়ি হচ্ছে। বৃষ্টিতে মানুষ চলতে পারছে না। গাড়ি চলতে পারছে না। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। এ ছাড়া প্রতিদিন ৯৬০ জন লোক ঢাকায় আসছে। লোকজন কাজের সন্ধানে স্রোতের মতো ঢাকায় আসছে। ঢাকায় তারা বস্তির মতো ঘরে ১০-১২ জন ঠাসাঠাসি করে থাকে। ঢাকাকে বাঁচাতে চাইলে জেলা, উপজেলায় ছোট ছোট কলকারখানা করে দিন; যাতে যেখান থেকে লোকজন এসেছে, সেখানে ফিরে যেতে পারে।’ একই সঙ্গে তিনি ঢাকামুখী মানুষের চাপ কমাতে আট বিভাগীয় শহরে হাই কোর্টের বেঞ্চ দেওয়ার আহ্বান জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের ১৬তম ও বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। রওশন বলেন, ‘এখন ঘরে ঘরে চিকুনগুনিয়া হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য যা যা করণীয় সে বিষয়ে আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর