শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গ্যাস সংকটে ভোগান্তিতে মিরপুরবাসী

নির্ধারিত সময়ে শেষ হয় না কাজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর এলাকায় গতকাল সকাল ৮টা থেকে গ্যাস ছিল না। মেট্রোরেলের জন্য গ্যাস লাইন সংস্কারের অংশ হিসেবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে। কিন্তু নির্ধারিত সময়ের আগে সংযোগ বন্ধ করায় এবং রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যাস না আসায় ভোগান্তিতে পড়েন মিরপুর এলাকার কয়েক হাজার পরিবার। গতকাল গ্যাস থাকবে না বলে এলাকায় মাইকিংসহ সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় তিতাস কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত সময়ের আগে গ্যাস বন্ধ করায় এবং সময় পার হওয়ার পরও  না আসায় ভোগান্তিতে পড়েন এই বিস্তৃর্ণ এলাকার মানুষ। রোকেয়া সরণি, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, পাইকপাড়া, মিরপুর ১, ২,৬, ৭, ৯, ১০, ১১, ১৩, ১৪, পল্লবী, কালশী, ইব্রাহিমপুর, কাফরুল প্রভৃতি এলাকার বাড়িতে গ্যাসের অভাবে চুলা জ্বলেনি। তাই দুপুরের খাবারের ব্যবস্থা করতে বিপত্তিতে পড়ে এলাকাবাসী। শেওড়াপাড়া এলাকার নিলুফার বেগম বলেন, গতকাল সকাল থেকে গ্যাস থাকবে না বলে এলাকায় মাইকিং করা হয়েছিল। তাই সকাল ৭টায় উঠে রান্না তুলে দেই। কিন্তু ৮টার দিকেই বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। আর এখন রাত বাজছে ৯টা। অথচ গ্যাসের খবর নেই। রান্না শেষ না হওয়ায় দুপুরে হোটেল থেকে খাবার কিনে আনা হয়েছে। কিন্তু এভাবে তো আর ৬ জনের পরিবারের তিনবেলা চলে না। খোঁজ নিয়ে জানা যায়, গত ছয় মাস ধরেই মাঝেমধ্যে এভাবে গ্যাস বন্ধ রাখা হচ্ছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মিরপুর এলাকার জরুরি গ্যাস সরবরাহের দায়িত্বরত ডিউটি অফিসার আনিসুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেট্রোরেলের কাজের জন্য লাইন সংস্কার করতে গিয়ে মাঝেমধ্যে গ্যাস সংযোগ বন্ধ করতে হচ্ছে। রাত আটটা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে বলা হয়েছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনো সংযোগ চালু করা সম্ভব হয়নি। যত দ্রুত সম্ভব আমরা গ্যাস সরবরাহ করার চেষ্টা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর